২২ সেপ্টেম্বর, ২০১৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক এপস



এইচ,এস,সি শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নতুন হওয়ায় শিক্ষার্থীরা অনেক অধ্যায় বুঝে উঠতে পারে না। তাই তাদের কথা বিবেচনা করে বিশেষ করে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি রুপান্তরের জন্য এন্ডয়েড ভার্সন দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি বিভিন্ন সংখ্যার সমকক্ষ মান বের করার জন্য দুইটি কনর্ভাট ক্যালকুলেটর  দেয়া হল- প্রথম লিংক-ক্লিক কর এইখানে দ্বিতীয় লিংক এইখানে যারা সি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আগ্রহী তাদের হাতে-খড়ি হিসাবে অনলাইন এর মাধ্যমে পড়তে পার - এইখান থেকে সমস্ত বইটির ৬ টি অধ্যায় MCQ আকারে পেতে হলে -DOWNLOAD CLICK HERE  থেকে ডাউনলোড করে নিতে পারবে।যা নোট বইয়ের বিকল্প হিসাবে অনেক উপকারে আসবে।এতে শিক্ষার্থীদের কিছুটা হলেও উপকার আসবে। তোমরা এই সমস্ত এন্ডোয়েড এপস একই সাথে ডাউনলোড করতে চাইলে মিডিয়া ফেয়ারের এই লিংক-https://www.mediafire.com/folder/blj63k2vpubqs/SWAPNOBILASH
  থেকে ডাউনলোড করতে পার। আগামী দিনে বইটির নতুন কোন সমস্যার সমাধান নিয়ে হাজির      হবো।  ততদিন তোমরা ভাল থেকো।আমার এই সাইটটি মোবাইলে সহজেই যেন ভিজিট করা যায় তার   জন্য খুব শীঘ্রই এন্ডোয়েড ভার্সন তৈরী করার কাজ চলছে।